রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরো ৭ যাত্রী।
সোমবার (১৬ জুন) সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
তিনি বলেন, রশিদ নগর এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের বাস এবং ঢাকা থেকে আগত ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে বাসের ৩ যাত্রী নিহত হন এবং ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রামু হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাছির উদ্দিন বলেন, ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।