টিউলিপ সিদ্দিককে ২২ জুন দুদকে তলব

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে তাকে ২২ জুন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
অভিযোগে বলা হয়েছে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ণের কাছ থেকে ফ্ল্যাট (নং বি/২০১, বাড়ি নং ৫৩ ও ৫বি \[পুরাতন], বর্তমানে ১১৫, ১১বি \[নতুন], রোড নং ৭১, গুলশান, ঢাকা-১২১২) দখলে নেন তিনি। পরে সেটি রেজিস্ট্রির মাধ্যমে খতিয়ানভুক্ত করে নেন বা করাতে সহায়তা করেন—এমন অভিযোগে তাকে তলব করা হয়েছে।