‘সংরক্ষিত স্থান’: পাহাড়পুর বৌদ্ধবিহারে যৌথসভা করতে চায় বিএনপি, অনুমতি মেলেনি এখনো

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে রাজশাহী বিভাগীয় বিএনপি যৌথ সমন্বয় সভা করার পরিকল্পনা করেছে।
আগামী ১৯ জুন এই সভা হওয়ার কথা থাকলেও সংরক্ষিত এই স্থানের জন্য এখনো সরকারি অনুমতি মেলেনি।
নওগাঁ জেলা বিএনপির নেতারা জানান, সভা আয়োজনের জন্য বদলগাছীর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সেমিনার রুম ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন তারা।
তবে জেলা প্রশাসক আব্দুল আউয়াল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সেখানে অনুষ্ঠান করার বিষয়ে আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এমন কোনো চিঠি আমি পাইনি।'
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বরাতে নওগাঁ জেলা বিএনপি জানিয়েছে, ১৯ জুন সকাল ১১টায় পাহাড়পুর বৌদ্ধবিহার অডিটোরিয়ামে এই যৌথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে তারা প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠানের অনুমতি নিতে পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজুর কাছে যান নওগাঁ জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে কাস্টডিয়ান জানান, সেখানে কোনো অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার এখতিয়ার তার নেই।
অনুমতির বিষয়ে জানতে চাইলে কাস্টডিয়ান আরজু বলেন, 'ঐতিহাসিক এমন স্থানে অনুষ্ঠান করতে হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি লাগবে। কেউ অনুমতি নিয়ে এলে আমাদের কোনো আপত্তি নেই। তবে অনুমতি ছাড়া কাউকে কোনো সহযোগিতা করা যাবে না।'
তিনি আরও বলেন, 'গত পাঁচ বছরে রাজনৈতিক কোনো অনুষ্ঠান পাহাড়পুর বা দেশের অন্য কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে হতে দেখিনি।'
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, 'ঈদের আগেই জেলা প্রশাসকের কাছে অনুমতির জন্য আবেদন করেছি। ঈদের ছুটির কারণে এখনো অনুমতিপত্র হাতে আসেনি। আশা করছি অনুমতি পাব এবং সেখানেই আমাদের সভা অনুষ্ঠিত হবে।'