বান্দরবানে 'পাহাড়ি ঢলে' ভেসে আসা পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বান্দরবানের আলিকদম উপজেলার মাতামুহুরি নদী তীর থেকে 'পাহাড়ি ঢলে' ভেসে আসা এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও দৃই পর্যটক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় তাহের মল্লিকের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শেখ জুবাইরুল ইসলাম নড়াই জেলার লোহাগাড়া এলাকার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ হিদায়েতুল ইসলামেরর ছেলে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, '৯ জুন ৩৩ জন পর্যটক নিয়ে একটা ট্যুর গ্রুপ দুইজন গাইড নিয়ে আলীকদম-থানচি মাঝখানে ক্রিস্টং পাহাড়ে বেড়াতে যায়। মূলত এই ৩৩ জনের দল দুর্ঘটনাটায় পড়ে।'
আলিকদম থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসাইন জানান, 'নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আলিকদম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'গত দুদিনে মাতামুহুরি নদীর উজানে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটেছিল। মৃতদেহের পরনে কোনো পোশাক ছিল না, শুধুমাত্র দু'পায়ে অ্যাংলেট পাওয়া গেছে। পাহাড়ে ভারি বৃষ্টি হলে হঠাৎ বড় ঢল সৃষ্টি হয়। আবার বৃষ্টি থামার সঙ্গে আধধন্টা, এক ঘন্টার মধ্যেই পানিও দ্রুত নেমে যায়। হয়ত এ মূর্হুতেই পড়ে গেছে তারা।'
উপপরিদর্শক বলেন, শুনলাম দুর্ঘটনাস্থলে আরও একদল পর্যটক গেছে। তারা ফিরে না আসা পর্যন্ত আর বিস্তারিত জানার সুযোগ নেই।
তিনি বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে।
এদিকে এ বিষয়ে আলীকদম উপজেলার ইউএনও মোহাম্মদ আব্দুলাহ আল মোমিনকে
একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেইজে তিনি জানিয়েছেন, 'একজন মানুষের জীবনেন মূল্য সবচেয়ে বেশি। পর্যকটরা কোথায় যাবেন প্রতি ১২ জনের জন্য গাইড নিশ্চিত করা হয়েছে কি না সেজন্য উপজেলা প্রশাসনের তথ্য সহায়তা বুথে নিবন্ধন বাধ্যতামূলক।'
তিনি বলেন, 'কিছু অসাধু লোক রেজিস্ট্রেশন এবং গাইডসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই পর্যটকদের বিপজ্জনক ট্যুরিষ্ট স্পটে নিয়ে যান। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এ ব্যাপারে অমূল্য জীবন রক্ষা ও নিরাপদ পর্যটন নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সবার পরামর্শ চেয়ে ফেইসবুক পোস্টে অনুরোধ করা হয়।