থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ব্যাংককে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ (৯ জুন) থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন কাউন্টারে যান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে রাত ৩টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
গত ৮ মে তার বিদেশগমন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।
তার বিদেশ যাত্রার খবর প্রকাশ পাওয়ার পর ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত উপকমিশনারকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়।
একই অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উপদেষ্টা পরিষদের তিন সদস্যসহ উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।