৭৫ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ৬০৭ আবেদন পেয়েছে নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

৭৫টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে বিভিন্নজনের কাছ থেকে ৬০৭টি আবেদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভায় এ তথ্য তুলে ধরা হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'এটি মাত্র আজকে সভায় উপস্থাপন করা হয়েছে । বিস্তারিত আলোচনা ঈদের পরে হবে।'
ইসি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে সীমানা পুনর্বিন্যাসের আবেদন জমা পড়েছে। এর মধ্যে বেশিরভাগ আবেদনেই ২০০১ সালের সীমানা পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে ৩০০টি আসনই বহাল থাকবে এবং বিদ্যমান আইন অনুসরণ করে সীমানা পরিবর্তন করতে যাচ্ছে ইসি।
ইসি সংশ্লিষ্টরা জানান, বিগত সময়ে সাধারণত ইসি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করত। ওই খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি বা অভিযোগ জমা দেওয়ার সময় দেওয়া হতো। এরপর দাবি, আপত্তি বা অভিযোগ বিচার-বিশ্লেষণ ও শুনানি করে আসন চূড়ান্ত করা হতো।