প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে না: এফআইসিসিআই

সরকারের প্রস্তাবিত বাজেট বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সভাপতি মোহাম্মদ জাভেদ আখতার।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অর্থ উপদেষ্টাও নিজেই স্বীকার করেছেন যে এটি একটি ভালো বাজেট নয়। ফলে এটি বিনিয়োগ কিংবা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য সহায়ক বলে মনে হয় না। আমরা এখনো অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ নির্ভর করে নীতির প্রাসঙ্গিকতা, সহজ কর ব্যবস্থা এবং নীতির ধারাবাহিকতার ওপর। কিন্তু এখানে নীতির বিশ্বাসযোগ্যতা খুবই কম। আপনি কীভাবে এমন এক অর্থনীতিতে বিনিয়োগ করবেন?
এফআইসিসিআই সভাপতি বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার প্রচলিত রাজনৈতিক বাধা এবং নিয়মকানুন থেকে স্বাধীনভাবে কাজ করছে, তাহলে এই বাজেট কি যথেষ্ট সাহসী যাতে তা বড় ধরনের সংস্কার আনতে এবং অর্থনৈতিক পরিবর্তন চালাতে পারে? নাকি এটি কেবল ব্যবসা-বাণিজ্যের জন্য একটি সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করবে?
তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা, আর্থিক প্রবৃদ্ধির গতিশীলতা বাড়ানো নয়। যদিও বাজেট বক্তৃতায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, যুব কর্মসংস্থান বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার কথা বলা হয়েছে, তবে বাস্তবে প্রয়োজনীয় সংস্কারের থেকে এসব উদ্যোগ অনেক দূরে মনে হচ্ছে।