কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটার জাহাজে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় 'এফবি সি হার্ট-১' নামের একটি লাইটার জাহাজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাজটির সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান রাঁধুনি নূর উদ্দিন (৩৭)।
দুজনেরই বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন 'সি হার্ট' জাহাজে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই মালিকের আরেকটি জাহাজ 'সি হার্ট-১'-কে উজানে টেনে তোলার সময় দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, 'অপারেশনের সময় একটি টোয়িং রশি ছিঁড়ে যায়, ফলে জাহাজে থাকা তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আলতাফ ও নূর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইইউ-তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন।'
ওসি আরও জানান, নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণে অনুরোধ জানায় এবং কোনো আইনি অভিযোগ না করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে কোনো আপত্তি না থাকায়, কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করেছে।