বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান

বাংলাদেশ ও জাপান শুক্রবার একটি সমঝোতা স্মারক বিনিময় করেছে, যার আওতায় টোকিও বাংলাদেশকে ১ হাজার ৬৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। এই অর্থ বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তি খাতে ব্যবহৃত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই অর্থের মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির জন্য ডেভেলপমেন্ট পলিসি লোন আকারে প্রদান করা হবে।
এছাড়া, ৬৪১ মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়াল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য এবং ৪ দশমিক ২ মিলিয়ন ডলার অনুদান দেবে শিক্ষাবৃত্তির জন্য।
আজ (শুক্রবার) সকালে টোকিওতে ড. ইউনূসের নেতৃত্বাধীন সফররত দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা। বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সংস্কার ও শান্তিপূর্ণ রূপান্তর প্রচেষ্টার প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।
এ বিষয়ে পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, 'প্রধানমন্ত্রী ইশিবা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রগঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।'
বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। অপরদিকে, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আশ্রয় ও তাদের জন্য বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ইশিবা।
এ সময় দক্ষ মানবসম্পদ ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের উপায়সহ পারস্পরিক সার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।