সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের সুনামগঞ্জে সীমান্ত দিয়ে ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তাদের সবাইকে সিলেটের জৈন্তাপুর থানা ও সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
এর আগে, গতকাল (২৭ মে) ভোরে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।
সোমবারও (২৬ মে) একইভাবে শিশুসহ ১৯ জনকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত পুশইন করে বিএসএফ। জানা গেছে, তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এর আগে, চলতি সপ্তাহের শনিবার (২৪ মে) রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত একরাতে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইনের ঘটনা বেড়েছে।