বাসায় তালা, সিসিটিভি…: ঈদ উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে যে সব নির্দেশনা ডিএমপির

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালা তালাবদ্ধ করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, মূল্যবান জিনিস নিরাপদ স্থানে রাখা এবং প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখাসহ মোট ১৮টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, ঈদের ছুটিতে অনেক বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ফাঁকা থাকে। এ সময় সুযোগ নেয় বিভিন্ন অপরাধীচক্র। তাই নিজের নিরাপত্তার দায়িত্ব আগে নিজেকেই নিতে হবে।
ডিএমপি জানিয়েছে, বাসার মূল দরজায় অটোলক বা নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে। রাতেও বাসা ও প্রতিষ্ঠানের আশপাশ যথেষ্ট আলোয় রাখতে হবে। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলে তা সচল কিনা তা নিশ্চিত করতে হবে।
প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীদের দায়িত্বপালনে তৎপর রাখতে হবে এবং অবৈধ প্রবেশ রোধে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ কেউ ছুটিতে না গিয়ে প্রতিষ্ঠান তদারক করবেন—এমন ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থ ও মূল্যবান সামগ্রী ব্যাংক লকারে বা নিকট আত্মীয়ের জিম্মায় রাখতে বলা হয়েছে। ফ্ল্যাটে পাশের বাসিন্দা ঈদে শহরে থাকলে তাকে বাসা দেখভালের অনুরোধ জানাতে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপির নির্দেশনায় কোরবানির পশু পরিবহনে ফিটনেসবিহীন যান ব্যবহার না করা, গন্তব্য উল্লেখ করে ব্যানার ঝুলানো, অতিরিক্ত পশু না তোলা, নির্দিষ্ট স্থানে পশু লোড-আনলোড করার কথা বলা হয়েছে।
পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টির ফাঁদে পা না দিতে এবং লেনদেনে জালনোট থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থ ব্যাংকে জমা রাখা ও ডিএমপির মানি এস্কর্ট সেবা নেওয়ার কথাও বলা হয়েছে।
ঈদযাত্রায় যাত্রীদের ধীরস্থিরভাবে পরিকল্পনা করতে, বাসের ছাদ বা পণ্যবাহী যানবাহনে না উঠতে, জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার করতে ও অচেনা কারও কাছ থেকে কিছু না খেতে নির্দেশ দিয়েছে ডিএমপি।
ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া চালনা ও জয় রাইডিং থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ড্রাইভারদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে, ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালাতে এবং পুলিশের নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে।
বাস মালিকদের অদক্ষ বা লাইসেন্সবিহীন চালকদের দিয়ে গাড়ি না চালানোর এবং চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেক না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর: ডিএমপি কন্ট্রোল রুম: ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, ০২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯ জাতীয় জরুরি সেবা: ৯৯৯
ডিএমপি জানিয়েছে, ঈদের নিরাপত্তা নিশ্চিতে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।