সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিলে বেসরকারি খাতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে: ফাহমিদা খাতুন

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিলে বেসরকারি খাত ও ইনফরমাল খাতে নিয়োজিতদের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
আজ মঙ্গলবার (২৭ মে) সিপিডি আয়োজিত এক আলোচনায় ড. ফাহমিদা খাতুন বলেন, 'যারা সরকারি চাকরির বাইরে রয়েছে, মহার্ঘ ভাতার দেওয়ার কারণে তাদের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে। সরকারি চাকরিজীবীদের খুশী করার জন্য যদি এই সময়ে মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে সরকারি চাকরির বাইরে থাকা জনগোষ্ঠীকে কর রেয়াতসহ বিভিন্ন সুবিধা দিতে পারে।'
তিনি বলেন, 'সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাবদ ৭ হাজার কোটি টাকা ব্যয় করা হলে তা বাজেটে সরকারের ব্যয়ের চাপ বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি বাড়াবে।'
ড. ফাহমিদা খাতুন বলেন, 'আগামী অর্থবছর সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান ৫ শতাংশ প্রণোদনা বাতিল করে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এটি মূল্যস্ফীতি বাড়াবে। এমনিতেই মূল্যস্ফীতি বিবেচনায় এই মহার্ঘ ভাতা দেওয়া হয়ত ঠিক আছে। কিন্তু কোন সময় দেওয়া উচিত- সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।'