ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার সচিবালয়ের ক্যু সম্পর্কে সতর্ক থাকুন: হাসনাত

বাংলাদেশ সচিবালয় 'জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার এক ক্যান্টনমেন্ট' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সচিবালয়ের কর্মচারীদের চলমান বিক্ষোভকে 'ক্যু' বলেও মনে করছেন তিনি।
আজ সোমবার (২৬ মে) ফেসবুকের এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই তরুণ নেতা।
হাসনাত তাঁর স্ট্যাটাসে লিখেছেন, জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে— হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে— তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান!'