লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ চরকাদিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণ চরকাদিরা গ্রামের মৃত অনিল বরন দাসের ছেলে ত্রীকুট চন্দ্র দাস (৫২), মৃত দয় চন্দ্র দাসের ছেলে সনজিৎ চন্দ দাস (৪২), মৃত সুদর্শন চন্দ্র দাসের ছেলে সেম্ভু চন্দ্র দাস (৬৬) ও তার স্ত্রী ইরা দাস (৫০), মৃত আশরাফ উল্লার ছেলে মো. মিলন (৪৭), আবুল কালামের ছেলে আবদুর রহিম (২৭), মৃত ইসহাক মাঝির ছেলে নুর আলম (৫৫), আহম্মদ মুন্সির ছেলে আব্বাস উদ্দিন (৪০), আব্দুল গনির ছেলে মো. হেলাল উদ্দিন (৩২)। পুলিশ জানায়, তারা সবাই রাজুর অনুসারী।
পুলিশ জানায়, শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা গ্রাম থেকে আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেপ্তার করা হলে স্থানীয় লোকজন পুলিশের উপস্থিতিতে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। পরে হাতকড়া উদ্ধার করা গেলেও রাজুকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কমলনগর থানার উপ-সহকারী পরিদর্শক প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, 'আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'
উল্লেখ্য, শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার শতাধিক অনুসারী নারী-পুরুষ পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিলে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাজু চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।