সরকারকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছি: সাইফুল হক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, 'আমাদের মনে হয়েছে, সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা রয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছি।'
আজ (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকেদের এ কথা বলেন তিনি।
এসময় বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'গত কয়েক দিনের ঘটনায় তার [প্রধান উপদেষ্টা] মন খারাপ ছিল, উনি কিছুটা বিব্রত বোধ করেছেন। এ বিষয়ে উনি আমাদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন।'
তিনি আরও বলেন, 'আমরা যারা বৈঠকে ছিলাম আমরা সবাই স্পষ্ট করে বলেছে প্রধান উপদেষ্টার পদত্যাগ, এমনকি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার পদত্যাগ আমরা কেউই চাই না। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘনীভূত হতে পারে।'
সাইফুল হক বলেন, 'আমরা পরিষ্কারভাবে বলেছি মাঝ নদীতে মাঝি বদলাতে হয় না। তবে আমরা পরিষ্কার করে বলেছি যে চরিত্রগতভাবে আপনারা একটি দল নিরপেক্ষ সরকার। কিন্তু দল নিরপেক্ষ চরিত্রটা অনেক ক্ষেত্রে বজায় রাখতে পারছেন না। আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে আপনার নজরে সবাইকে সমান নজরে গণতান্ত্রিকভাবে বিচার করবেন।'
তিনি বলেন, 'আমরা পরিষ্কারভাবে বলেছি এক সরকারের মধ্যে একাধিক সরকার দেখতে চাই না। আপনাদের উপদেষ্টাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। একেকজন একেক কথা বলছে। কারটা সরকারের বক্তব্য আমরা স্পষ্ট নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা অনেক বক্তব্য দিচ্ছেন; সে ক্ষেত্রে কোনটা সরকারের বক্তব্য, কোনটা ব্যক্তিগত বক্তব্য সেটা আমরা স্পষ্ট বুঝতে পারি না।'
তিনি আরও বলেন, 'আমরা এটাও বলেছি মানবিক করিডোর, বন্দরসহ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে খুব গুরুত্বসহকারে আপনাদের বিবেচনা করা উচিত। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।'
সাইফুল হক বলেন, 'তিনটা গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে বলেছি। যে বিচার চলছে তা কার্যকর করা। চলমান সংস্কার চালিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে।'
এর আগে বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেন।
বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
এ ছাড়া এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে, গতকাল শনিবার (২৪ মে) রাতে বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।