ইশরাকের দাবি: তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে অথবা নির্বাচন না করার মুচলেকা দিতে হবে

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হতে যাওয়া ইশরাক হোসেন দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তিন 'পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক' উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার মুচলেকায় স্বাক্ষর করতে হবে।
শনিবার (২৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'এটি কোনোভাবেই আপোষযোগ্য [আপসযোগ্য] নয়।' তবে তিনি উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি।
পোস্টে তিনি আরও লেখেন, 'জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটন করা যায়।'
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিলে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।
তবে ১৪ মে হাইকোর্টে ট্রাইব্যুনালের রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়।
এর পর থেকেই ইশরাকের সমর্থকেরা নগর ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
গত বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়।
এরপর ইশরাক বলেন, 'সরকারের পক্ষ থেকে আমাকে শপথ গ্রহণে বাধা দেওয়ার অপচেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার যেন বিলম্ব না করে আদালতের রায় বাস্তবায়ন করে।'
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সরকার শপথে গড়িমসি করলে আবার আন্দোলনে নামবেন।
আজ বিকেলে তার দেওয়া নির্ধারিত সময়সীমা (৪৮ ঘণ্টা) শেষ হচ্ছে। আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।