বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালাল বিমানবন্দরে একজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে বিমানে ওঠার সময় এক যুবক ধরা পড়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আজ সোমবার (১৯ মে) বিকালে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন। বোর্ডিং পাস না নিয়েই দ্বিতীয় ধাপও পার হন তিনি। এরপর বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ টিবিএসকে বলেন, 'ওই ব্যক্তি ভুয়া টিকিট, বোর্ডিং পাস ইত্যাদি নিয়ে এসেছিলেন। তবে আমাদের বিভিন্ন স্তরের নিরাপত্তা চেকিং থাকায় একপর্যায়ে তিনি ধরা পড়েন। এ বিষয়ে আমরা অধিকতার তদন্ত করব।'