ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ৬ ঘণ্টা ধরে অবস্থান, কালও বিক্ষোভের ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার (১৯ মে) ফের নগরভবন ব্লকেড কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে এবং গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়ের সড়ক অবরোধ করে রাখেন। ফলে এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে তীব্র হয়েছে যানজট।
এদিকে আগামীকাল (২০ মে) আবারও নগর ভবনের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সাবেক সচিব মশিউর রহমান।
গতকাল বিক্ষোভকারীরা নগর ভবনে জড়ো হয়ে দাবি আদায়ের জন্য ভবনটিতে তালা ঝুলিয়ে দেন। আজ সকালেও গেটগুলো তালাবদ্ধ ছিল।

বিক্ষোভকারীরা আজ সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। ফলে সেখান থেকে লোকজন সেবা গ্রহণ করতে পারেননি। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের অফিসে প্রবেশ করতে পারেনি।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের কার্যালয় নগর ভবন থেকে সচিবালয় ভবনে স্থানান্তর করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে ইশরাকের সমর্থকেরা ছোট ছোট মিছিল নিয়ে গুলিস্তান মাজারের সামনে ও নগরভবনের সামনে জড়ো হন। তারা ইশরাকের শপথ নিতে বিলম্ব হওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের আইনি মতামত পাওয়ার পর এবং পরবর্তীতে গেজেট প্রকাশের পর ইশরাককে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা করে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ১২টি সিটি কর্পোরেশনের সব মেয়রকে অপসারণ করা হয়।
১৭ মে এক সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে তিনি একটি মামলা দায়ের করেছিলেন। 'ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র তাপস জোর করে মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন,' বলেন তিনি।

ইশরাক আরও বলেন, 'সে সময় আদালত আওয়ামী লীগের পক্ষে ছিল। আমরা সব আইনি পদক্ষেপ অনুসরণ করে রায় পেয়েছি। যারা রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা আদালতকে অপমান করছেন।'
গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও তাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়নি উল্লেখ করে ইশরাক বলেন, তিনি নিতে প্রস্তুত।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচিত হন।
২০২০ সালের ৩ মার্চ ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে ইশরাক ফলাফল চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন।