কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
রোববার (১৮ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কক্সবাজার-টেকনাফ সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
চকরিয়ার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও বাস টার্মিনাল এলাকায় নিহত দুই ব্যক্তি হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাফর আলম এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মালেক। রাত ১২টার দিকে ঢাকাগামী একটি বাসের সাইট বাক্সের ঢাকনার ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, রাত ৯টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় একটি মিনি ট্রাক মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারী আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় নিহত মোহাম্মদ জুনায়েদ জেলার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে।
হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।