আওয়ামী লীগের জোটসঙ্গীদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে আইনি নোটিশ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাকি দলগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী হোসেন মো. আনোয়ারের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।
নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে পাঠানো হয়।
আইনজীবী সালাহউদ্দিন বলেন, জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও, ১৪-দলীয় জোটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নোটিশে অবিলম্বে এসব দলের বিরুদ্ধে কার্যকর ও আইনানুগ পদক্ষেপ নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
হোসেন মো. আনোয়ার গণমাধ্যমকে বলেন, 'আওয়ামী লীগ একা কাজ করেনি। দমন-পীড়নের কিংবা সহিংস সিদ্ধান্তগুলো জোটগতভাবেই নেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে, তাদের শরিক দলগুলোকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।'
নোটিশে দাবি করা হয়েছে, জোটের অন্য দলগুলো—জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক-কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট সেন্টার—একই 'ফ্যাসিবাদী শাসনব্যবস্থার' অংশ ছিল এবং তাদেরও একইভাবে বিবেচনা করা উচিত।
নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সরকার কোনো ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।