সুন্দরবনে জল সীমান্তে ভাসমান বিওপি উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল নদী ও বয়ারসিং খালের সংযোগ স্থলে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (১৭ মে) বেলা ১২টার দিকে এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে ৪ হাজার ১৫৬ কিলোমিটার। এরমধ্যে ১৮০ কি.মি নদী বেষ্টিত। তারমধ্যে ৭৯ কি.মি সুন্দরবনের অন্তর্গত। তিন নম্বর ভাসমান বিওপি জল সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা রাখবে। এটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে।"
সম্প্রতি ভারতীয় পুশইন ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আপনারা প্রপার চ্যানেলে পাঠান। আমরাও প্রপার চ্যানেলে পাঠাই। আমরা পুশইন করি না। বিজিবি, জনগণ সবাই সহযোগিতা করলে পুশইন করতে পারবে না। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না।"
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। এছাড়া, ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে।" এ সময় পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, "ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশ ব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে।"