কাকরাইল মোড় অবরোধ: ঢাকার বিভিন্ন স্থানে যানজট

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ব্যস্ততম এই সন্ধ্যার যানজটে চরম দুর্ভোগে পড়েছেন অফিসফেরত নাগরিকেরা।
বিক্ষোভস্থলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন 'যমুনা'র কাছাকাছি এলাকায় অবস্থিত।
বিকেলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাধারণত এ সময় ঢাকায় যানজট স্বাভাবিকভাবে বেশি থাকে। তার ওপর সড়ক অবরোধের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।'
তিনি আরও জানান, 'যানবাহন বিকল্প সড়কে পরিচালিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, কিন্তু অফিস শেষে মানুষ রাস্তায় নামায় গাড়ির গতি এখনো সীমিত।'
সন্ধ্যা ৭টা পর্যন্ত কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
কাকরাইল গির্জার সামনে থেকে কাকরাইল মসজিদ মোড় হয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে কাকরাইল মোড় থেকে হেয়ার রোড ধরে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর কিংবা মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ বা গুলিস্তানের দিকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
গুগল ম্যাপে দেখানো ঢাকার রিয়েল-টাইম ট্রাফিক পরিস্থিতি অনুযায়ী, কারওয়ান বাজার, রমনা, ফার্মগেট, ধানমন্ডি, মগবাজার, পান্থপথসহ আশপাশের এলাকায় ভারী যানজট দেখা যাচ্ছে।