৩ দফা আদায়ে রাতভর রাস্তায় অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে রাস্তায় রাতভর অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে সরেজমিনে দেখা যায়, কেউ রাস্তায় শুয়ে, কেউ বসে, আবার কেউ ছোট ছোট দলে ভাগ হয়ে গল্প করছেন।
তাদের পাশেই শতাধিক পুলিশ সদস্য ব্যারিকেড দিয়ে রাস্তায় অবস্থান করছেন।
পুলিশের ব্যারিকেডের সামনে চেয়ারে বসে নিজেদের মধ্যে আলাপ করছিলেন আন্দোলনরত পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, "আমরা গতকাল থেকে এখানে অবস্থান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।"
উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের বিষয়ে রাইসুল বলেন, "এটাকে আমরা বড় কিছু মনে করি না। কারণ তিনি আমাদেরই প্রতিনিধি হয়ে সরকারে গিয়েছেন। শিক্ষার্থীদের ওপর পুলিশের গতকালের হামলার তুলনায় এটা কিছুই না।"
এর আগে বুধবার (১৪ মে) তিন দফা দাবিতে কাকরাইলে বিক্ষোভ শুরু করেন জবি শিক্ষার্থীরা। শিক্ষকদের একটি অংশও শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা,
২. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া,
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা।
এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।