আওয়ামী লীগের বিচার নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ যদি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকে বলে তদন্ত সংস্থা মনে করে, তাহলে নতুন আইনের অধীনে দল হিসেবেই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১২ মে) দুপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দল হিসেবে আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে কি না—এ প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, 'আইনটি মাত্র হয়েছে, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, তথ্য পর্যালোচনা করছি। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা যেতে পারে।'
তিনি আরও বলেন, 'সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা সংগঠন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকলে তাদের বিচার করা যাবে। এবং কোন ধরনের শাস্তি দেওয়া যাবে, সেটাও নির্ধারিত হয়েছে। গত রাতেই আইনটি প্রণয়ন হয়েছে।'
তিনি আরও বলেন, 'ভবিষ্যতে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি আনা হবে কি না, সেটা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন, এসব মামলায় অভিযোগ দাখিলের প্রয়োজন হয় না। তদন্ত সংস্থা যদি মনে করে জুলাইয়ে দলটি রাজনৈতিকভাবে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল, তাহলে তদন্ত শুরু হবে এবং আইনে যেসব ব্যবস্থা আছে, তা কার্যকর হবে। আইনটি মাত্র হয়েছে, এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি।'