এক যুগ পর বিকেএমইএ নির্বাচন, হাতেম প্যানেলের পূর্ণ জয়

প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) নির্বাচন। এতে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ঢাকার বাংলামোটর এবং নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনের দুটি কেন্দ্রে ভোট হয়।
রাতেই নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী ও সদস্য ওবায়দুর রহমান এবং মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী ফলাফল ঘোষণা করেন।
জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাতেম বলেন, 'অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। সকল [কারখানা] মালিক সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন। আমরা এই পরিবেশ উপভোগ করেছি।'
তিনি বলেন, '১৯৯৯ সালের ৫ ডিসেম্বর বিকেএমইএ'র জন্ম। তখন থেকেই আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ তারই প্রতিদান পেলাম।'
২০২৫-২৭ মেয়াদের এ নির্বাচনে ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৮ জন। এর মধ্যে ৩৫ জনই ছিলেন একই প্যানেলে।
নির্বাচনে ৫৭২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৩১ জন। এর মধ্যে ২৩টি বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪০৮। মোট ভোটগ্রহণের হার ছিল ৭৫ দশমিক ৩৫ শতাংশ।
পরাজিত তিন স্বতন্ত্র প্রার্থী হলেন: বিজিএমইএ'র সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরে বিকেএমইএ-এর সভাপতি, নির্বাহী সভাপতি ও সাতজন সহ-সভাপতি—এই নয় পদে মোট নয় জন নির্বাচিত হবেন।