ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

চলমান তীব্র দাবদাহে আজ ঢাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করে বিএমডির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিএমডি জানিয়েছে, দেশের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অতি তীব্র দাবদাহ হিসেবে বিবেচিত হয়।