শেখ হাসিনাকে ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে। বুধবার (৭ মে) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে শেখ হাসিনা হাজির হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে—এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।