সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
মো. তোফাজ্জল হোসেন মিয়া। ফাইল ছবি: সংগৃহীত
বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার (রিপন মিয়া) বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।
গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলায় আসামির তালিকায় তোফাজ্জল হোসেন মিয়ার নাম রয়েছে।
এর আগে গত বছরের ৭ আগষ্ট তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
