বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ রোববার (৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ড. আসিফ নজরুল ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো, ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
এছাড়া তিনি ওয়ার্ক ভিসা প্রদানের আগে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কি না তা যাচাই করা, সৌদি আরবে আগমনের আগে অনলাইনে নিয়োগচুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।
উপদেষ্টা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকদের সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুরোধ জানান, যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিতে পারেন।
উপদেষ্টা সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
আসিফ নজরুল জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণিত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন। নারী গৃহকর্মীদেরকে সৌদি গৃহে ব্যবহৃত অত্যাধুনিক গৃহসরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।