সিলেটে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ চা-শ্রমিকদের

২০ সপ্তাহের বকেয়া মজুরি-রেশন প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকেরা। আজ রোববার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত সিলেট নগরের চৌকিদেখি এলাকায় ওসমানী বিমানবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
শ্রমিকরা জানিয়েছেন, বকেয়া মজুরি প্রদানের সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তারা কর্মসুচি চালিয়ে যাবেন
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের বিষয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
কর্মসূচিতে বুরজান টি ফ্যাক্টরি এবং ছড়াগাং, কালাগুল ও বুরজান চা-বাগানের আড়াই হাজার শ্রমিক অংশ নেন। তারা জানান, গত ২০ সপ্তাহ ধরে তারা বেতন, রেশনসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন না।
এর আগে গতকাল শনিবার চা শ্রমিক ও চা বাগান সুরক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু বলেছিলেন, বারবার আশ্বাস দেওয়ার পরও তাদের দাবি পূরণ করা হয়নি।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ কারণে দুর্ভোগ দেখা দেয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন।