দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
রোববার (৪ মে) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, 'দুজন উপদেষ্টার এপিএস, পিএস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।'
তবে এ সময় সমন্বয়কের নাম জানাননি তিনি।