দিনাজপুর সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা ২ ভারতীয়কে আটক করল স্থানীয়রা

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ—এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বাংলাদেশি গ্রামবাসীরা।
আজ (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিট) বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছিল।
স্থানীয়রা জানান, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ধান কাটছিলেন কৃষক মাসুদ ও এনামুল। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে তাদের ধরে নিয়ে যায়।
পরে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকার আনন্দপুর গ্রামের দুই আদিবাসী কৃষক অবিনাশ টুডু ও ফিলিপ সোরেনকে আটক করেন।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ধর্মজৈন বিওপির কমান্ডার রেজাউল করিম জানান, আটক বাংলাদেশিদের ফেরত আনা ও আটক ভারতীয়দের হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলছে।
স্থানীয়রা জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় নাগরিকদের আটক করেছেন গ্রামবাসীরা।