হাদির মরদেহ দেশে ফিরছে: বিমানবন্দর ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনা হচ্ছে। এ কারণে এবং গত রাতের সহিংসতা ও ভাঙচুরের জেরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ হাদির মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকার দুটি জাতীয় দৈনিকের অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কারওয়ান বাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনের সামনে র্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রথম আলো কার্যালয়ের সামনে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যদেরও দেখা গেছে।
এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পুরাতন এলিফ্যান্ট রোড দিয়ে মিন্টো রোডে সীমিত আকারে যান চলাচল করছে।
