৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ আরও কয়েক দফা দাবি শ্রমিকদের

'শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে' প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে মে দিবস। মে দিবসকে সামনে রেখে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করেছে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করাসহ ৯ দফা দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কারস ফেডারেশন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করাসহ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। মানববন্ধনে ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম বলেন, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। পাবলিক সেক্টরের মতো প্রাইভেট সেক্টরে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসের আইন করতে হবে। প্রাইভেট সেক্টরে ২ ঈদে উৎসব ছুটি ১১ দিন ও উৎসব বোনাস ৩ টি দিতে হবে। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব ও সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্ট এর সভাপতি রাজেকুজ্জামান রতন টিবিএস কে বলেন, দেশে প্রায় আট কোটি শ্রমজীবী মানুষ আছে। তার মধ্যে প্রায় সাত কোটি শ্রমিকের আইনি সুরক্ষা নেই। তারা ইনফরমাল সেক্টরে কাজ করে। শ্রমিকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন হতে পারে না। তাই আমরা শ্রমিকদের আইনি সুরক্ষা ও সঠিক মজুরি নিশ্চিত করতে স্থায়ী শ্রম কমিশন গঠন করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। শ্রমিকের ৮ ঘণ্টার কর্মঘণ্টা চাই এবং ৮ ঘণ্টা কাজ করে জীবন ও জীবিকা নির্বাহ করতে পারে এমন মজুরি চাই।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনও শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে।