নসরুল হামিদের গুলশানের ২০০ কোটি টাকার প্লট জব্দের নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন রাজধানীর গুলশানের ২০০ কোটি টাকার একটি প্লট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (৩০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের তথ্যমতে, গুলশানে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা ৩৭ দশমিক ৯৫ শতক জমি রয়েছে।
আজ শুনানি শেষে আদালত প্লট জব্দের এই আদেশ দেন।
এর আগে ২০ এপ্রিল ঢাকার আরেকটি আদালত নসরুল হামিদের মালিকানাধীন তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছিল।
এছাড়া তিনটি ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দ এবং সাবেক প্রতিমন্ত্রীর ৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশও দিয়েছে আদালত, জানায় দুদক।
এর আগে ২৭ জানুয়ারি, আদালত নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ও ১৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। ওই দিনই তার বিদেশ যাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারি করে আদালত।
এর আগে, ১৬ জানুয়ারি আদালত নসরুল হামিদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
নসরুল হামিদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলার শুনানিতে দুদক জানায়, মন্ত্রিত্বে থাকাকালীন তিনি তার স্ত্রীর নামে অজ্ঞাত উৎস থেকে ৬ কোটি ৯৮ লাখ টাকার সম্পদ অর্জনে সহায়তা করেন।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক নসরুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ৯৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে।
দুদক সূত্রে আরও জানা যায়, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধেও জ্ঞাত উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় নসরুল হামিদকেও আসামি করা হয়েছে।