জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস মঙ্গলবার এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত ২ আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। এরপর মামলাটি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত থেকে ৬ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তরিত হয়। ১২ আগস্ট বিচারক মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এবং একই সঙ্গে জিএম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে নেন। ফলে, এখন থেকে তাদের দলীয় কার্যক্রমে অংশ নিতে আর কোনো বাধা নেই।
আইনজীবী মনোয়ার হোসেন আলম বলেন, 'এর ফলে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই।'
এর আগে, গত ৩০ জুলাই আদালতের আদেশে জিএম কাদের এবং মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একই সঙ্গে জিএম কাদের কর্তৃক বহিষ্কৃত দশজন নেতার বহিষ্কারাদেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থিভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। এরপর ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।
সবশেষ, ২০২৫ সালের ২৮ জুন এই ১০ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পার্টির ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদে ১০ জুলাই অব্যাহতিপ্রাপ্ত নেতারা জিএম কাদেরসহ দুইজনকে বিবাদী করে আদালতে মামলা করেন।