সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তার ৫ টি ব্যাংক হিসেবে ৬ কোটি টাকার সসন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
ইমরান আহমদ। ছবি: সংগৃহীত
৯০.৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে তিনি এ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ৫ টি ব্যাংক হিসেবে ৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
