ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজিজ মিয়া (৫২) বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। সংঘর্ষে আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের বাসিন্দা ইসাক মিয়ার সঙ্গে বাড়াইল গ্রামের এক দোকানদারের টাকা ভাঙানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। ওইদিন সন্ধ্যায় এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়, যাতে অন্তত ১০ জন আহত হন। এরপর থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এই ঘটনার জেরে আজ বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।