ধামরাইয়ে চালক-হেলপারকে ছুরিকাঘাত, তেলভর্তি ট্রাক লুট

ঢাকার ধামরাইয়ে চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে সাড়ে ১৪ টন পামওয়েলসহ একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৬২২) লুট করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও তার সহকারী মাসুম (৫০)। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন শ্যামল।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে মামলাও হয়েছে। অপরাধীদের ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যতদূর জেনেছি ট্রাকটির গতিরোধ করে দুর্বৃত্তরা চালক ও হেলপারকে মারধর করে তাদের বেঁধে রেখে ট্রাকটি নিয়ে যায়। তবে ছুরিকাঘাতের বিষয় আমার জানা নেই।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গতরাতে শ্যামল ও মাসুম নামে দুজন আমাদের হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শ্যামলের মাথায় ও মাসুমের পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ক্ষতস্থানে সেলাই লেগেছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শ্যামল জানান, গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কামাল অয়েল মিলস লিমিটেড কোম্পানি থেকে সাড়ে ১৪ টন (৭৫ ড্রাম) পামওয়েল নিয়ে পাবনায় ডেলিভারি দিতে যাচ্ছিলেন তারা।
রাত দেড়টার দিকে বালিথা এলাকায় পৌঁছালে চার দুর্বৃত্ত একটি পিকআপে এসে সামনে ব্যারিকেড দেয়। এ সময় শ্যামল ট্রাক থামালে দুর্বৃত্তরা তাকে ও তার সহাকারীকে ট্রাক থেকে নামিয়ে মারধর ও ছুরিকাঘাত করে। পরে কাপড় ও রশি দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
পরে দুর্বৃত্তদের একজন ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। আর বাকিরা শ্যামল ও মাসুমকে ওই পিকআপে তুলে রাত আড়াইটার দিকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় একটি গাছের সাথে বেঁধে রেখে চলে যায়।