স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান
দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, সকাল সাড়ে ১১ টা থেকে আগারগাঁওয়ে এলজিইডি-এর প্রধান কার্যালয়ে দুদকের একটি দল অভিযানে যাবে।

প্রতীকী ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পৃথকভাবে এই অভিযান শুরু হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, সকাল সাড়ে ১১ টা থেকে আগারগাঁওয়ে এলজিইডি-এর প্রধান কার্যালয়ে দুদকের একটি দল অভিযানে যাবে।
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দুদক।