বিএফভিপিইএ সভাপতি জাহাঙ্গীরের ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
কোটি কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান থাকা বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আসাদুজ্জামান ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কৃষিপণ্য রপ্তানির নামে ইনভয়েসিং করে শত শত কোটি টাকা মানিলন্ডারিং সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান পর্যায়ে পাওয়া তথ্য উপাত্তে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
এসব হিসাবের অর্থ যেকোনো সময় উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিলন্ডারিং অপরাধের অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা একান্ত প্রয়োজন।
আরও বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর হোসেন বা প্রতিষ্ঠানের নামে এযাবৎ পাওয়া ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা আবশ্যক।
