দেশকে ৪ অঞ্চলে ভাগ করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কর্মসূচি

বিএনপির যুব সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশের দশ বিভাগকে চারটি বৃহত্তর অঞ্চলে ভাগ করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি দিয়েছে দলগুলো।
আজ (২৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মনায়েম মুন্না।
আবদুল মনায়েম মুন্না জানান, এ উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা, সৃজনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি বাস্তবমুখী মডেল গড়ে তোলা।
তিনি জানান, উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি অঞ্চলে দুদিনব্যাপী কর্মসূচি আয়োজন করা হবে।
প্রথম দিনে 'তরুণদের ভবিষ্যৎ ভাবনা, বাংলাদেশের ভবিষ্যৎ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক বিভেদ ভুলে বিভিন্ন ক্ষেত্রের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, উদীয়মান চিন্তাবিদ, তরুণ বক্তা ও গণতন্ত্রে অঙ্গীকারবদ্ধ উদ্যোক্তারা অংশ নেবেন।
সেমিনারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ণ, প্রযুক্তি, রাজনৈতিক অধিকার এবং যুব শক্তির মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার বিষয়গুলোয় আলোচনা করা হবে।
আলোচনার দিকনির্দেশনা থাকবে বিএনপি ও তাদের মিত্র সংগঠনসমূহ ঘোষিত ৩১ দফা রূপরেখা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নির্দেশনার আলোকে।
দ্বিতীয় দিনে 'তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ' শীর্ষক একটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের ঐক্য, দৃঢ় প্রত্যয় ও প্রত্যাশাকে উদ্দীপ্ত ও প্রাণবন্ত পরিবেশে উপস্থাপন করা।
আয়োজকরা জানান, এই প্রচারণার বৃহত্তর লক্ষ্য হলো, বাংলাদেশের গণতন্ত্রে আর কখনো ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে তা নিশ্চিত করা। গত ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করা; এবং জনগণের সার্বভৌম ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিকের জন্য সমানাধিকার ও ন্যায়ভিত্তিক উন্নত ভবিষ্যতের সুযোগ থাকবে।