কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ কৃষি মন্ত্রণালয়ের

কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আদলে একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন অথবা কৃষিতে স্নাতক ডিগ্রি দেওয়া যায় এমন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুরোধ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।
১৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এ চিঠি পাঠায় কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা সম্প্রতি তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনে নামেন। ২১ এপ্রিল রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির সামনে 'এগ্রি ব্লকেড' কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি হচ্ছে, ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি।
ওইদিন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।
কৃষি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশে সরকারি পর্যায়ে ১৮টি এবং বেসরকারি পর্যায়ে আরও ১৬৪টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। প্রতি বছর সরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকেও প্রায় সমসংখ্যক শিক্ষার্থী কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।
কিন্তু ডিপ্লোমা কোর্স সম্পন্নের পর উচ্চশিক্ষা গ্রহণে তাদের জন্য স্বতন্ত্র কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ প্রকৌশল ডিপ্লোমাধারীদের জন্য গাজীপুরের ডুয়েট থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু কৃষি ডিপ্লোমাধারী আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনুরয়প কোনো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান নেই।
এই পরিপ্রেক্ষিতে কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার জন্য ডুয়েটের আদলে একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কৃষিতে স্নাতক ডিগ্রি প্রদানের লক্ষ্যে একটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান গঠন করা প্রয়োজন।
কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হলে আরো বেশি সংখ্যক মেধাবী শিক্ষার্থীরা কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী হবে এবং কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ অবস্থায়, বিষয়টি বিবেচনা করে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে স্বতন্ত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
ওই বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার বুধবার টিবিএসকে বলেন, কৃষি মন্ত্রণালয় কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চ শিক্ষার জন্য একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, স্নাতক ডিগ্রি দেওয়ার মতো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করতে হলে উপদেষ্টা পরিষদের (মন্ত্রিসভা) অনুমোদন নিয়ে নতুন আইন তৈরি করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এখন সরকারের কাছে এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব পাঠাবে। এরপর সরকার সিদ্ধান্ত দিলে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য অধ্যাদেশের খসড়া করে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, অধ্যাদেশ পাশ করলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়ে যায় না। এজন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে জনবল নিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।