‘অর্থ পাচারকারীরা শয়তানের মতো, তাদের কোনো ছাড় নেই’: দুদক কমিশনার

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী বলেছেন, 'অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমরা জেনে শুনে চুপ থাকব না। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারীরা শয়তানের মতো—শয়তান যেমন শিরা-উপশিরায় চলে, তাকে দেখা যায় না কিন্তু তার কর্মকাণ্ডে মানুষ ভোগে।'
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কমিশনার আজিজী বলেন, 'অর্থ পাচারকারীর জন্য আমরা দুর্ভোগে ভুগছি। পাচারকারীকে যদি আমরা কোনোভাবেই ধরতে পারি, ইনশাআল্লাহ তাদের কোনো ছাড় দেব না।'
তিনি জানান, দুদকের নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে দক্ষ কর্মকর্তাদের হেড কোয়ার্টারে আনা হচ্ছে এবং যাদের কাজের গতি ধীর বলে মনে হয়েছে, তাদের মফস্বলে পাঠানো হচ্ছে।
'দুদকের প্রক্রিয়াটি চলমান রয়েছে। আমাদের স্টাফদের মাঝেও দুর্নীতির গন্ধ পেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না,' বলেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমরাও জিরো টলারেন্সে বিশ্বাসী। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার। নিজের স্টাফদের বিরুদ্ধেও।'
কমিশনার আরও বলেন, 'প্রথমে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছি। এতে যদি কাজ না হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিচারের মুখোমুখি হবেন।'