পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পোপ ফ্রান্সিস গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
এর আগে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, 'তার মৃত্যুতে আমরা এক মর্যাদাপূর্ণ পোপ যুগের অবসান দেখলাম—যা ছিল মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠার গুণাবলিতে পরিপূর্ণ।'
শোকবার্তায় বলা হয়, 'তার নেতৃত্ব ধর্মীয় সীমানার বাইরে গিয়ে লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সহানুভূতিশীল বিশ্ব গঠনের প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছিল। পরলোকগমনকারী আত্মার চিরশান্তি কামনা করি। তিনি দয়া ও মানবিকতা সম্পন্ন যে ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার স্বপ্ন দেখতেন, আমরা যেন তার প্রতি শ্রদ্ধা জানানো অব্যাহত রাখতে পারি।'
বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছেন প্রধান উপদেষ্টা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল তিনি ঢাকা ত্যাগ করেন।