হত্যা মামলায় গ্রেপ্তার আমু, আনিসুল ও তুরিনসহ ৭ জন

বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজসহ সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দেখানো বাকি আসামিরা হলেন- সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের উপ-কমিটি'র শিল্প ও বাণিজ্য সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।
আজ সোমবার (২১ এপ্রিল) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
শাহবাগ থানায় দায়ের করা ইসমাইল হোসেন রাব্বি (১৭) হত্যা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানো হয়। শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় আমু ও শাজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়ে।
মিরপুর মডেল থানায় দায়ের করা আনোয়ার পাটোয়ারী হত্যা মামলায় তুরিন আফরোজকে, আব্দুল্লাহ কবির হত্যা মামলায় কামাল মজুমদার ও শেরেবাংলা নগর থানায় দায়ের করা আনিছুর রহমান আশিক হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখানো হয়।