সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

আজ সোমবার (২১ এপ্রিল) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।
সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন লাক্রোয়া। একইসঙ্গে, তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েন-সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া, ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েন সেনা সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তা।
সাক্ষাতে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েন বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং এই অঙ্গীকার ভবিষ্যতেও অটুট থাকবে বলে লাক্রোয়াকে অবহিত করেন।