রাজধানীতে পৃথক ঝটিকা মিছিল, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় পৃথক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮), মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০)।
পুলিশ জানায়, আজ রোববার ভোর পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬-১৭ জনের একটি দল হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে। টহল পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যান। এ সময় মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামতে থেকে আটক করা হয়।
মিছিলটি এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে শাহবাগ মোড়ে ২০-৩০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী মিছিল বের করার চেষ্টা করলে টহল পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন মো. জনি, মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে হঠাৎ মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।