প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর

মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রুলস অভ বিজনেস অনুযায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে আজ রোববার (২০ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি । তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। এছাড়া শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বও পালন করেছেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ড ও ফিজিতে।
বিসিএস ৯ম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা মোহাম্মদ সুফিউর রহমান পেশাদার কূটনৈতিক হিসেবে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়া কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন।