বিএনপির বৈদেশিক বিনিয়োগ এজেন্ডা প্রকাশ: বিনিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশের আশ্বাস

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নিজেদের দলীয় এজেন্ডা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, আর সেই লক্ষ্যেই প্রথমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি।
১৬ এপ্রিল নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নিজেদের পরিকল্পনার কথা জানায় বিএনপি'র গণমাধ্যম শাখা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি একটি স্থিতিশীল, স্বচ্ছ এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা মনে করে, দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো বৈদেশিক বিনিয়োগ।
বিএনপির ঘোষিত এজেন্ডায় বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) একটি স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ভিসা ও ওয়ার্ক পারমিট নীতিমালা সহজতর করার পাশাপাশি বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ডিজিটাল সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।
বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এ ধরনের ব্যবস্থায় বিদেশি বিনিয়োগকারীরা সুনির্দিষ্ট সমস্যার সমাধান দ্রুত পাবে।
মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে বিএনপি। তাদের পরিকল্পনা অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন খাতে। স্থানীয় নিয়োগে প্রণোদনা ও বেতন ভর্তুকির ব্যবস্থাও রাখা হবে।
বিনিয়োগ সুরক্ষা নিশ্চিতে আইন প্রণয়নের কথাও বলেছে দলটি। পাশাপাশি অবকাঠামো ও সরকারি সেবার মানোন্নয়ন এবং শুল্ক, কর ও রপ্তানি প্রণোদনায় স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
বিএনপি বাংলাদেশকে 'নেক্সট ফ্রন্টিয়ার ইকোনমি' হিসেবে তুলে ধরতে চায় বিশ্বমঞ্চে। এ লক্ষ্যে উন্নত দেশগুলোতে রোডশো ও দূতাবাসভিত্তিক প্রচারণা চালানো হবে। বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 'নেশন ব্র্যান্ডিং' কৌশলও গ্রহণ করা হবে বলে জানিয়েছে দলটি।
বিএনপির দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক ও দীর্ঘস্থায়ী বিনিয়োগ পরিবেশ তৈরি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে।